top of page

হ্যালো বন্ধুরা!

নিশ্চয় সবাই ভালো আছো কিন্তু আমি মোটেও ভালো নেই। হয়তো ইতিমধ্যে সেটা তোমরাও বুঝতে পারছো যে কেন আমি ভালো নেই! 

 

গতকাল আমার এক ইনসেস্ট বন্ধুর সাথে কথা বলছিলাম, হঠাৎ সে আমাকে জানালো যে আমার সাইটটা নাকি ওপেন হচ্ছে না। আমি তো শুনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। ওকে হোল্ড করতে বলে আমি আমার সাইটটা ওপেন করতে চাইলাম কিন্তু সত্যিই দেখলাম যে সাইটটা ওপেন হচ্ছে না। ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ সাইটটা সাসপেন্ড করে দিয়েছে কোন এক কারনে। কারনটা কি? 

 

আমি যতদুর জানি এমন সাইট ওয়ার্ডপ্রেস ততক্ষন পর্যন্ত বন্ধ করে না যতক্ষন না কেউ এর বিরুদ্ধে রিপোর্ট করে। তাই হয়তো আমার পূর্বের সাইটটা নিয়ে কেউ হয়তো রিপোর্ট করেছে যার কারনে এটা সাসপেন্ড করে দেয়া হয়েছে। অবশ্য আমি আপিল করেছি কেন বন্ধ করা হয়েছে জানি না কতটুকু ফল পাবো। 

 

যাই হোক, সবার কথা চিন্তা করে ও আমার সাইটের জনপ্রিয়তার কারনে এবং ইনসেস্টকে সর্বত্র ছড়িয়ে দেয়া আর যারা এটার প্রতি আকৃষ্ট তাদের উৎসাহিত করার জন্য আমি আবারও একই নামে (শুধুমাত্র একটা ১ লাগিয়েছি) এই সাইটটা ওপেন করলাম। যদিও এটাকে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে জানি না কতদিন সময় লাগবে কিন্তু আমি চেষ্টা করে যাবো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সম্পূর্ণরূপে নতুন আঙ্গিকে তোমাদের মাঝে উপস্থাপন করবো। 

 

সবাইকে সঙ্গে থাকার এবং আমাকে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। 

 

ধন্যবাদান্তে- 

তৌফিক - মা বোনের প্রেমিক

  • Facebook Long Shadow
  • Twitter Long Shadow
  • YouTube Long Shadow
  • SoundCloud Long Shadow
  • Facebook Classic
  • Twitter Classic
  • c-youtube
  • Soundcloud Classic

© 2015 All Rights Reserved By Taufiq

bottom of page